রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

দিনাজপুরে তুলাচাষ সমপ্রসারণ শীর্ষক কর্মশালা  

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে তুলাচাষ সমপ্রসারণ শীর্ষক কর্মশালা  

রংপুর অঞ্চলে তুলা চাষ সমপ্রসারণ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হর্টিকালচার কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. হামিদুর রহমান।

তুলা উন্নয়ন বোর্ড তুলা ভবনের নির্বাহী পরিচালক ড. মো. ফখরে আলম ইবনে তাবিবের সভাপতিত্বে আঞ্চলিক কর্মশালা বক্তব্য দেন, তুলা গবেষণা প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামারের কৃষিবিদ এ এইচ মো. কায়কোবাদ, কৃষিবিদ মো. ইসমাইল হোসেন, কৃষিবিদ এ কে এম হারুনুর রশিদ, কৃষিবিদ এইচ এম সাইফুল আজাদ, কৃষিবিদ যেমি আক্তার, কৃষিবিদ ওহিদা বেগম ও ড. আদনান আল বাচ্চু প্রমুখ ।

তুলা উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটের অর্থায়নে তুলা গবেষণা প্রশিক্ষণ ও বীজ বর্ধমান খামার, সদর দিনাজপুরের আয়োজনে, রংপুর অঞ্চলে তুলাচাষ সমপ্রসারণের লক্ষ্যে এ আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় রংপুর ও রাজশাহী বিভাগের তুলা উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট মাঠকর্মী চাষিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হামিদুর রহমান বলেন, তামাকের আবাদ কমিয়ে তুলার উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে। রংপুর ও রাজশাহী বিভাগ তুলা চাষের জন্য সুনাম রয়েছে। এই দুই বিভাগের মাঠে তুলা চাষের উপযোগী। ভুট্টার সঙ্গে তুলা চাষ করতে হবে।

টিএইচ